গ্রামঃ সুয়াপুর, পোঃ সুয়াপুর, ধামরাই, জেলাঃ ঢাকা।
ধামরাই উপজেলা পরিষদ হতে ১০ কি মি পশ্চিমে শ্রীরামপুর বাস স্ট্যান্ড। শ্রীরামপুর বাস স্ট্যান্ড হতে সুয়াপুর বাজার ৫ কি মি দক্ষিণে আবস্থিত।
সুয়াপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার
সূয়াপুর ইউনিয়ন পরিষদ
সূয়াপুর, ধামরাই, ঢাকা ।
মোবাইল ঃ-
০১৮২৪০৭২৬১৪
০১৮২৫৭৭১৮৩৩
ইকবাল সাহেবের বাড়ী । এটি ঢাকা জেলাধীন ধামরাই থানায় সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামে অবস্থিত । এখানে রয়েছে মনোরম পরিবেশ । এখানে প্রায় 500 প্রজাতির গাছ আছে । এখানে 3 টি বিশাল বড় পুকুর আছে, যে পুকুরে মাছ চাষ করা হয় । এছাড়া এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা । এই পার্কের মালিক মোঃ ইকবাল সাহেব । তিনি একজন শিল্পপতি । এছাড়াও পার্কে রয়েছে বিভিন্ন ফুলের বাগান । এখানে বিভিন্ন ধরনের পশু পাখি যেমন- খরগোস, ময়ুর, বানর, বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি ইত্যাদি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস