ইতিহাস
<p style="text-align: justify;">কুরুঙ্গী মাজার । এই মাজারটি ঢাকা জেলাধিন ধামরাই থানার সুয়াপুর ইউনিয়ন পরিষদের কুরুঙ্গী গ্রামে অবস্থিত । এই মাজারে অনেক ধর্মপ্রান মানুষ আসেন । তারা তাদের নিজেদের মঙ্গলের জন্য মাজার জিয়ারত তরেন । এখোনে এসে অনেকে অনেক উপকার পেয়েছেন এবং পাচ্ছেন । এই মাজারের আয়তন অনেক বড়, মাজারের পাশে একটি বড় খেলার মাঠ আছ । মাঠের পাশে একটি হাট অবস্থিত যার নাম পাকিস্থানের হাট । এই হাটটি অনেক বড় প্রতি বৃহস্পতিবার এই হাট বসে । হাটের দিন এই মাজারে অনেক মানুষের সমাগম হয় । এই মাজারের আবার মেলা হয় । আসে পাশের এলাকা থেকে অনেক মানুষ এবং ভক্ত এই মাজারে আসেন । এটি আমাদের ইউনিয়নের একটি ঐতিজ্য ।</p>